- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জুলাই ২০২২ | ৩:৪৩ অপরাহ্ণ
প্রিয় ফরম্যাট ওয়ানডেতে চেনা রূপে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই টাইগাররা দেখাল তাদের আগ্রাসী চেহারা। ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে তুলে নিল এক দুরন্ত জয়। টাইগাররা ক্যারিবীয়দের হারিয়েছে ৬ উইকেটে।
হেসে খেলে ব্যাটিং করে ৫৫ বল আগেই ম্যাচ শেষ করে দিয়েছে টাইগাররা। তবে এই ম্যাচে কাজের কাজটি করেছেন বোলাররা। যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা টি-২০ ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেন তারা ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না।
প্রথমে ব্যাট করে ১৪৯ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন ব্রুকস। ১৫০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই জিতে যায় বাংলাদেশ। আজ জিততে পারলেই তিন ম্যাচের সিরিজে জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। শেষ ম্যাচের জন্য আর অপেক্ষা করতে হবে না।
শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে রাজি নয় বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। দ্বিতীয় ম্যাচের আগে দলের অভিজ্ঞ অলরআউন্ডার মেহেদী হাসান মিরাজ সরাসরিই বলে দিয়েছেন, ‘আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারব না। যেহেতু আমাদের বড় একটা সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই যেহেতু আমরা শান্ত হতে পারব যে আমার সিরিজ জিতেছি। অবশ্যই আমাদের ম্যাচ জিততে হবে, অবশ্যই আমাদের ম্যাচ জেতার জন্যই খেলতে হবে। তবে আরও বেশি ফোকাসড থাকব।’
মিরাজ দৃঢ়তার সঙ্গেই বলে দিয়েছেন, শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না। এই ম্যাচ জিতেই নিজেদের শান্ত করতে চান বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। সে জন্য ম্যাচ জয়ের লক্ষ্যেই খেলতে নামবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশের জন্য সিরিজ জয় এতটা সহজ হতে দেবে না নিশ্চিত। তারাও চাইবে খুব দ্রুত ফিরে আসার।
মেহেদী হাসান মিরাজও মানছেন, ওয়েস্ট ইন্ডিজ খুব দ্রুত ফিরে আসার চেষ্টা করবে। তিনি বলেন, ‘ওরা শক্তভাবে ফিরে আসতে চাইবে। আমরাও চেষ্টা করব ওরা ফিরে আসলেও কিভাবে আসতে পারে, সেগুলো নিয়ে ভাবার জন্য।’