• আজ বুধবার
    • ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    জয় দিয়ে নতুন বছর শুরু করলো বার্সা

    জয় দিয়ে নতুন বছর শুরু করলো বার্সা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২৪ | ১০:০৮ পূর্বাহ্ণ

    স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা নতুন বছরের শুরুটা জয় দিয়েই করলো। পালমাসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে যাত্রা শুরু করলো। পয়েন্ট হারানোর শঙ্কা ঘিরে ধরলেও সেটা উড়িয়ে দিলো জাভি হার্নান্দেজের দল।

    লা লিগায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে লাস পালমাসের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো কাতালান ক্লাবটি।

    পালমাসের মাঠে ম্যাচের শুরুতেই বার্সেলোনার জন্য ধাক্কা হয়ে আসে জোয়াও কানসেলোর চোট। একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন কানসেলো। ঠিক পরের মিনিটেই গোল হজম করে বার্সা। সান্দ্রো রামিরেসের ক্রসে টোকায় জাল খুঁজে নেন সাবেক বার্সা খেলোয়াড় মুনির এল হাদ্দাদি। গোল খেয়ে বার্সেলোনার আত্মবিশ্বাসে যেন ধস নামে। ২৩তম মিনিটে আবারও আক্রমণ করে পালামাস। তবে সান্দ্রোর কাছের পোস্টে নেওয়া শট আটকান ইনাকি পেনা। পাঁচ মিনিট পর গোলরক্ষকের দৃঢ়তায় এবং ভাগ্যের ছোঁয়ায় দ্বিতীয় গোল হজম করেনি বার্সেলোনা।

    প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে রবার্ট লেভানডোভস্কির পায়ে তুলে দেন সাউল কোকো। তিনি বল বাড়ান তোরেসকে। বাকি কাজটা অনায়াসে সারেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

    নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি কেউ। ম্যাচ গড়ায় যোগ করা সময়ে। তখনই ভাগ্যের ছোঁয়া। বাতাসে ভেসে থাকা বলে হেড করতে গিয়েছিলেন ইলকাই গিনদোয়ান, কিন্তু তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন সিঙ্কগ্রাভেন। স্পট কিকে লক্ষ্যভেদ করেন দলকে তিন পয়েন্ট এনে দেন গিনদোয়ান।

    এই জয়ে পালমাসের বিপক্ষে এ নিয়ে লিগে বার্সেলোনা ১৫ ম্যাচ অজেয় থাকল। লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৪৮ পয়েন্ট) সঙ্গে ব্যবধানও কমিয়ে আনল। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জাভির দল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০