• আজ বুধবার
    • ১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়েছে নিজদলীয় কর্মীরা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ নভেম্বর ২০২১ | ৮:৫০ অপরাহ্ণ

    ঝিনাইদহ পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মাসুমকে (৩০) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিজদলীয় কর্মীদের বিরুদ্ধে।

    আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত মাসুমকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    তিনি সরকারি কেসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। মাসুদ শহরের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।

    পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের আহ্বায়ক মোস্তাক আহমেদ ও পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মাসুম নেতাকর্মীসহ অবস্থান করছিলেন। বাগবিতণ্ডার একপর্যায়ে মোস্তাক আহমেদ ও তার লোকজন মাসুমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান তার কর্মীরা।

    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুসলিমা সপ্নীল জানান, মাথায় ধারালো কিছুর আঘাত দেখা গেছে। ক্ষতস্থানে তিনটি সেলাই দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

    ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়েছে নিজদলীয় কর্মীরা

    এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এমএম মজিদ জানান, ঘটনাটি শুনেছি। যুবদলের কোনো প্রোগ্রামের শিডিউল নিয়ে হয়তো এ হাতাহাতির ঘটনা হতে পারে। এটা তেমন কোনো ঘটনা না বলে জানান তিনি।

    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেননি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০