- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ নভেম্বর ২০২১ | ৪:১৯ অপরাহ্ণ
ঝিনাইদহে ২ কেজি ১’শ ৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ দুই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বিকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই জন সিদ্দিকুর রহমান ও আব্দুল্লাহ নোমানের বাড়ি কুমিল্লা ও নারায়নগঞ্জ জেলায়।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে একটি মোটরসাইকেল যোগে স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এসময় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। পাচারকারীরা পানি উন্নয়ন বোর্ডের সামনে আসা মাত্রই পুলিশ তাদের গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৭টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ১’শ ৪৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।