- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২২ | ৫:৪৬ অপরাহ্ণ
ঝিনাইদহ জেলা কারাগার থেকে মফিজ উদ্দিন (৩৬) নামে এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে কারাগারের কপোতাক্ষ ওয়ার্ডের ৩নং সেলের শৌচাগারে এই ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষ দাবি করেছেন এটি আত্মহত্যা।
কয়েদি মফিজ শৈলকূপার বাগুটিয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। চলতি মাসের ২১ তারিখ থেকে ২০১৬ সালের একটি যৌতুক মামলায় (মামলা নং সিআর ৮৪/২০১৬) ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন তিনি।
ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম জানান, মফিজ নামের এক কয়েদি আত্মহত্যা করেছে। বেলা ১১টার দিকে টয়লেটের গ্রিলের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় অন্য বন্দিরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কারা সূত্র। এই ঘটনা ঘটার পর দায়িত্বশীল বিভিন্ন দপ্তর কারাগার পরিদর্শন করেছেন বলে জানা গেছে।