- আজ মঙ্গলবার
- ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ মে ২০২১ | ৯:১১ পূর্বাহ্ণ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। রোববার (২৩ মে) সারারাত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় কিশোর গ্যাং সদস্যরা ছুরি, চাকু, চাপাতি, মোটরসাইকেলের চেইন ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। গাজীপুরের বিভিন্ন রিসোর্ট, পার্কে আগত পরিবার, বিশেষত নারী সদস্য রয়েছে এমন পরিবারকে হেনস্থা ও ছিনতাই করা এদের মূল লক্ষ্য। ওই সংবাদের ভিত্তিতে র্যাব সদসরা রোববার সারারাত টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য মো. হৃদয় (১৮), মো. মনা মিয়া (১৮), মো. রনি (২৩), মো. নবী হোসেন (২০), মো. টিটু মিয়া (২৬), মো. রানা মিয়া @ বাবুল (২২), মো. বাবু মিয়া (২১), মো. আপন হোসেন (২৪), মো. অপু হোসেন সিয়াম (২৫) ও মো. হানিফকে (৩২) গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোটরসাইকেলের পুরাতন চেইন, চারটি চাকু, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।