• আজ বৃহস্পতিবার
    • ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    টঙ্গীতে স্বামীকে হত্যার পর থানায় হাজির স্ত্রী

    টঙ্গীতে স্বামীকে হত্যার পর থানায় হাজির স্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ মে ২০২২ | ৩:১৬ অপরাহ্ণ

    গাজীপুর মহানগরীর টঙ্গীতে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে হত্যার পর থানায় উপস্থিত হয়েছেন স্ত্রী।

    সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর পূর্ব আরিচপুর (ভূঁইয়া পাড়া) এলাকার রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম ফয়সাল আলম খান (৩৩)। তিনি সিলেটের রইস আলী খানের ছেলে। অভিযুক্ত মোরশেদা খামারু রাজশাহীর বাগমারা থানার সাদিপুর গ্রামের মৃত মনসুর খামারুর মেয়ে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    পুলিশ সূত্র জানায়, এক বছর আগে ফয়সাল তার স্ত্রীকে নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুর (ভূঁইয়া পাড়া) এলাকার রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া ওঠেন। তিনি রংমিস্ত্রির কাজ করতেন। মোরশেদা তার প্রথম স্বামীকে তালাক দিয়ে ১৩ বছর আগে ফয়সালকে বিয়ে করেন। ১৩ বছর আগে বিয়ে হলেও তাদের দাম্পত্যজীবনে কোনো সন্তান নেই। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকতো।

    সোমবারও তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী মোরশেদা ঘরে থাকা মসলা বাটার শিল দিয়ে স্বামী ফয়সালের মাথায় আঘাত করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন মোরশেদা।

    পরে মোরশেদা টঙ্গী পূর্ব থানায় এসে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের বাসায় যায়। সেখানে ফয়সালকে ঘরে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

    জিএমপির উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদা তার স্বামীকে শিল দিয়ে মাথায় আঘাত ও পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১