• আজ মঙ্গলবার
    • ২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু

    | ১১ জুলাই ২০২১ | ৯:৪৯ পূর্বাহ্ণ

    গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) মারামারির সময় ঘুষিতে শিহাব মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। শিহাব চলতি বছর পাঁচ মে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি চুরির মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের নিচ তলার সেফ হোমে ছিল।

    শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন জানান, মাগরিবের নামাজের পর শিশু উন্নয়ন কেন্দ্রের নিচ তলার সেফ হোমে মারামারির খবর শোনা যায়। পরে ঘটনাস্থলে কিশোর শিহাবকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, শনিবার রাতে উন্নয়ন কেন্দ্রের দুই নিবাসীর মধ্যে মারামারির সময় ঘুষিতে শিহাব মাটিতে লুটিয়ে পড়ে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০