- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ অক্টোবর ২০২৩ | ২:৩৮ অপরাহ্ণ
জয়ে ফেরার লক্ষ্য নিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে একাদশে ফিরে পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপরদিকে অধিনায়ক তেম্বা বাভুমাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
অসুস্থতার কারণে ইংলিশ পরীক্ষায় অংশ নেওয়া হচ্ছে না বাভুমার। তার পরিবর্তে টস করতে আসেন এইডেন মার্করাম। বাটলার কয়েন থ্রো করার পর ‘টেলইস’ কল করেন তিনি। পড়ে হেড। এরপর ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব, কারণ উইকেট রান তাড়ার জন্য উপযুক্ত। পেছনে না তাকিয়ে আমরা এগিয়ে যেতে চাই। স্টোকস একাদশে ফিরেছে।’
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারির ব্রুক, জস বাটলার (অধিনায়ক), ডেভিড উইলি, আদিল রশিদ, গুস অ্যাটকিনসন, মার্ক উড এবং রিস টপলি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাশি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডি।