• আজ শনিবার
    • ২০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২রা জিলকদ ১৪৪৬ হিজরি

    টস জিতে ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস

    টস জিতে ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ অক্টোবর ২০২৩ | ২:২০ অপরাহ্ণ

    টস হারে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। শুক্রবার তাদের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপে ফিরল ডাচ ক্রিকেটাররা।

    ওয়ানডে ক্রিকেটে সপ্তমবারের মতো মুখোমুখি দুই দল। আগের ছয় সাক্ষাতেই জয়ের হাসি হেসেছে পাকিস্তান। ডাচদের বিপক্ষে খেলা দুই টি-টোয়েন্টি ম্যাচেও জয় তাদের। অর্থাৎ অজেয় পাকিস্তানের সামনে নেদারল্যান্ডস ক্রিকেট দল। দেখার অপেক্ষা, বড় মঞ্চে তারা প্রথম জয়ের খাতা খুলতে পারে কিনা।

    টস জয়ের পর এডওয়ার্ডস বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব, যা সহজ হবে ফ্লাডলাইটের তুলনায়। আমাদের কিছু দক্ষ বোলার এবং স্পিনার আছে, যারা পাওয়ারপ্লেতে ভালো। আমাদের এখানে মানিয়ে নিতে হবে এবং দেখা যাক উইকেট কেমন আচরণ দেখায়।’

    বাবর বলেছেন, ‘ব্যাট হাতে আমরা আমাদের সর্বোচ্চটা দেব। দুই ওপেনার- ইমান এবং ফখরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। শাহিনও দলে আছে। হাসান ফিরেছে। ২৯০-৩০০ এর বেশি স্কোর করতে চাই আমরা।’

    নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন একারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিডামানুরু, সাকিব জুলফিকার, লোগ্যান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান ডাট এবং পল ফন মিকারেন।

    পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ সাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১