- আজ রবিবার
- ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৩ | ১১:২৪ পূর্বাহ্ণ
সেমিফাইনালে ওঠার জন্য মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচে পাকিস্তান হারলেই এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়ে যাবে। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বেলা ১১ টায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
চলতি বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হলেও টানা চার ম্যাচ হারে একদম খাদের কিনারায় চলে এসেছে বাবর আজমের দল। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে দলটি পেয়েছে মাত্র তিন জয়। পরপর চার ম্যাচের হারের পর আত্মবিশ্বাসের যে ঘাটতি তৈরি হয়েছিল সবশেষ ম্যাচে জয়ে সেটি ফিরে পেয়েছে তারা।
অন্যদিকে শেষ চারের স্বপ্নে বুঁদ হয়ে নিউজিল্যান্ডও। বিশ্বকাপে শুরু থেকে টানা চার ম্যাচ জিতে ভালো ফর্মে দলটি। কিন্তু সবশেষ তিন ম্যাচের একটিতেও জয় না থাকায় কেইন উইলিয়ামসনের দলও ভুগছে জয় খরায়। তাই ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচকেই পাখির চোখ করে রেখেছে কিউইরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |