- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মার্চ ২০২২ | ৩:৪২ অপরাহ্ণ
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে মুনিম শাহরিয়ারের।
আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। টানা ৮ টি-টোয়েন্টি হারের পর জয়ের খোঁজে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জারদান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকী, কাইস আহমেদ, দারউইশ রসূলি।