- আজ মঙ্গলবার
- ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:৪৭ অপরাহ্ণ
রংপুর রাইডার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস। এবারের আসরে আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলায় ম্যাচটি দুদলের জন্যই স্রেফ নিয়মরক্ষার। তবে শীর্ষস্থান দখলের লড়াইয়ে কেউ যে কাউকে ছেড়ে কথা বলবে না সেটি বলাই বাহুল্য।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের ৪০তম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা-রংপুর। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান দখলে রেখেছে রংপুর। অন্যদিকে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ জয়ে ১৪ পয়েন্টে তালিকায় দুইয়ে আছে কুমিল্লা।
কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মঈন আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, আন্দ্রে রাসেল, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান ও সুনীল নারিন।
রংপুর একাদশ: রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, টম মুরস, মাহেদী হাসান, নুরুল হাসান, জেমস নিশাম, শামীম হোসেন, আবু হায়দার, হাসান মাহমুদ ও ইমরান তাহির।