- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ অক্টোবর ২০২১ | ৯:১২ অপরাহ্ণ
টাঙ্গাইলের ঘাটাইলে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী। গত বুধবার (৬ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঘাটাইল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মোস্তফা ও মোফাজ্জলকে গ্রেপ্তার করেছে।
মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার ওই মেয়েটি চাকরির উদ্দেশে গাজীপুরে তার আত্মীয়ের বাসায় যায়। মোবাইল ফোনে পরিচয় ছিল মোস্তফা (২৫) নামে এক যুবকের সঙ্গে। মোস্তফার বাড়ি মেয়েটির পাশের গ্রাম ঘাটাইল উপজেলার মুরাইদ। পরিচয়ের সুবাদে গত বৃহস্পতিবার দুপুরে মেয়েটিকে ফোন করেন মোস্তফা। চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। কৌশলে ডেকে নিয়ে আসে কালিয়াকৈরের চন্দ্রা বাসস্ট্যান্ডে। সেখান থেকে মোস্তফা তাকে নিজ গ্রাম মুরাইদে নিয়ে আসে। নিজ বাড়িতে না নিয়ে মেয়েটিকে নিয়ে ওঠেন পূর্বপরিচিত মফিজ উদ্দিন মোড়লের ছেলে মোফাজ্জল হোসেনের (৩৫) বাড়িতে। রাতে ঘুমানোর জন্য টিনশেড একটি ঘরে ব্যবস্থা করে দেন মোফাজ্জল। রাতটুকু ওই বাড়িতেই কাটাতে বলে মোস্তফা। পরের দিন পরিচিত আত্মীয়ের মাধ্যমে চাকরির দেওয়ার ব্যবস্থা করা হবে, এই বলে ঘুমাতে যেতে বলে মেয়েটিকে। চাকুরির আশায় সরল বিশ্বাসে ঘুমাতে যায় সে। পরে রাত প্রায় ১১টার দিকে ওই ঘরে প্রবেশ করে মোস্তফা ও মোফাজ্জল। মুখ চেপে ধরে তারা দু’জন পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায় মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার চিৎকারে আশেপাশের স্থানীয়রা এগিয়ে এসে মোস্তফা ও মোফাজ্জলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত দু’জনকে থানায় নিয়ে যায়।