- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ অক্টোবর ২০২১ | ১২:০৯ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্র বসিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন বলছে, এখান থেকে সহজেই জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশন করার দুই-একদিনের মধ্যেই হাতে পাবেন এনআইডি।
আর উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলছেন, সব শিক্ষার্থীর টিকা নিশ্চিতের জন্যই বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেন্দ্র স্থাপন করা হয়েছে। রেজিস্ট্রেশনের পর টিকা দেয়া হলে শিক্ষার্থীদের হলে ওঠা সহজ হবে। সেই সাথে দ্রুত স্বশরীরে পাঠদান শুরু করা সম্ভব হবে।