• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন সাকিব

    টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন সাকিব

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২৪ | ৭:০৩ অপরাহ্ণ

    নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসর। সেই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলটির আইকন প্লেয়ার হিসেবে খেলবেন মিস্টার সেভেন্টি ফাইভ। একই দলে দেখা যাবে আফগান অলরাউন্ডার রশিদ খানকেও।

    বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের ছবি পোস্ট করে এমনটা জানানো হয়। অপরদিকে, এই দলে খেলার জন্যে রশিদের সঙ্গেও চুক্তি করেছে বাংলা টাইগার্স।

    সবশেষ আসরের চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি আফগান লেগ স্পিনার রশিদ। এবারের আসরে বাংলা টাইগার্স দলে সাকিব-রশিদের পাশাপাশি আরও দেখা যাবে ইফতেখার আহমেদ, লাইম লিভিংস্টোন ও হযরতুল্লাহ জাজাইকে।

    উল্লেখ্য, টি টেন লিগের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২১ নভেম্বর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১