• আজ রবিবার
    • ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের পাশে ভারত

    টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের পাশে ভারত

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ অক্টোবর ২০২৪ | ২:৫৫ অপরাহ্ণ

    গোয়ালিয়রে রবিবার (৬ অক্টোবর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয়েছে, ম্যাচটা শুধু ভারতই খেলেছে। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে নাজমুল হাসান শান্তদের ১২৯ রানে অলআউট করেছে সূর্যকুমার যাদবের দল।

    পরে বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনীতে ভারত ম্যাচটা জিতে নিয়েছে ৪৯ বল আর ৭ উইকেট হাতে রেখে। তাতে দারুণ একটা রেকর্ডে নাম উঠেছে ভারতের। যে কীর্তিতে তাঁদের পাশে আছে শুধুই পাকিস্তান।

    ইনিংসের শুরু থেকেই বাংলাদেশি ব্যাটসম্যানদের তেমন সুযোগ দেননি স্বাগতিক বোলাররা। ম্যাচের তৃতীয় ওভারের মধ্যেই দুই বাংলাদেশি ওপেনারকে ড্রেসিংরুমের পথ ধরিয়েছেন আর্শদ্বীপ সিং। শুরুর ধাক্কা সামলে উঠতে না উঠতেই তাওহীদ হৃদয়কে (১৮ বলে ১২ রান) লং অনে ক্যাচে পরিণত করেছেন বরুণ চক্রবর্তী।

    অভিজ্ঞ মাহমুদউল্লাহকে (২ বলে ১ রান) অতিথি বানিয়ে দ্রুতই বিদায় করেছেন অভিষিক্ত পেসার মায়াঙ্ক যাদব। এভাবে নিয়মিত বিরতিতে উইকেটে যাওয়া ও ফিরে আসার গল্প নিত্যসঙ্গী ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের। ইনিংসের কয়েক ওভার বাকি থাকতে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা জাগলেও মেহেদী হাসান মিরাজের (৩২ বলে অপরাজিত ৩৫ রান) সৌজন্য সেটি দীর্ঘায়িত হয়েছে। তাতেও ইনিংস শেষ হওয়ার আগে (১৯.৫ ওভারে) অলআউট হওয়া ঠেকাতে পারেনি বাংলাদেশ। এতে নতুন কীর্তি যোগ হয় ভারতের নামের পাশে।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে ৪২ বার প্রতিপক্ষকে অলআউট করল ভারত, যা এ সংস্করণে যৌথভাবে সর্বোচ্চ। এ তালিকায় ভারতের সঙ্গী পাকিস্তান। অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে একটা জায়গায় এগিয়ে ভারত। পাকিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে খেলেছে ২৪৫ ম্যাচ। সেখানে ভারত ৯ ম্যাচ কম খেলেই এ কীর্তি ছুঁয়ে ফেলল।

    ২২০ ম্যাচে ৪০ বার প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে এ তালিকায় তিনে আছে নিউজিল্যান্ড। তালিকার পরের নামটা চমক জাগানিয়া। মাত্র ৯৫ ম্যাচে ৩৫ বার প্রতিপক্ষকে পুরো ২০ ওভার খেলতে না দিয়ে চতুর্থ স্থানে উগান্ডা।

    বাংলাদেশকে ১২৭ রানে গুটিয়ে দেওয়ার পর শুধু অপেক্ষা ছিল, এ রান তাড়া করতে কত ওভার খেলতে হয় ভারতকে। সূর্যকুমার যাদবরা অবশ্য সমর্থকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি। ১১.৫ ওভারে ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। সেটাতেও হয়েছে নতুন একটা রেকর্ড।

    রান তাড়ায় বল হাতে রাখার দিক থেকে এটি (৪৯ বল) ভারতের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ডটি ছিল ৪১ বলের। হারারেতে ২০১৬ সালে জিম্বাবুয়ের দেওয়া ১০০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩.১ ওভারে ম্যাচ জিতেছিল ভারত।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০