• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন ইতিহাস

    টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন ইতিহাস

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ আগস্ট ২০২২ | ৬:২৪ অপরাহ্ণ

    টি-টোয়েন্টিতে একের পর এক ছাপ রেখে যাওয়া এই অলরাউন্ডার চড়লেন নতুন চূড়ায়। কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে খেললেন ৬০০তম ম্যাচ। ইংল্যান্ডের প্রতিযোগিতা দ্য হান্ড্রেডে অনন্য এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

    বিশেষ এই ম্যাচটি বিশেষভাবে স্মরণীয় করে নিয়েছেন ক্যারিবিয়ান হার্ডহিটার। দ্য হান্ড্রেডে তিনি খেলছেন লন্ডন স্পিরিটের হয়ে। ব্যাটিংয়ে নেমে ম্যানচেস্টার অরিজিনালের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন পোলার্ড। খেলেছেন ১১ বলে ৩৪ রানের টর্নেডো ইনিংস, যাতে ছিল ১ চারের সঙ্গে ৪ ছক্কার মার। উপলক্ষটা আরও রঙিন হয়েছে তার লন্ডন ম্যাচটি জিতে নেওয়ায়।

    গত এপ্রিলে জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ থেকে অবসর নিয়েছেন পোলার্ড। তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে চলেছেন তিনি। ক্রিকেট খেলুড়ে প্রায় সব বড় দেশে খেলার অভিজ্ঞতা আছে ক্যারিবিয়ান তারকার। তারই ধারাবাহিকতায় দ্য হান্ড্রেডে (টি-টোয়েন্টি হিসেবেই ধরা হয়) এসে ৬০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন পোলার্ড। আর দলের যদি হিসাব করা যায়, তাহলে লন্ডন স্পিরিট টি-টোয়েন্টিতে তার ১৯তম দল।

    ৬০০ টি-টোয়েন্টির ৫৩৩ ইনিংসে ৩১.৩৪ গড়ে পোলার্ডের রান ১১ হাজার ৭২৩। আর উইকেট নিয়েছেন ৩০৯টি।

    অনন্য মাইলফলক ছোঁয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্রিকইনফোকে পোলার্ড বলেছেন, ‘যেকোনও ফরম্যাটে ৬০০ ম্যাচ খেলা, অবশ্যই এটা একটা অর্জন। আমি কখনও ঠিক করিনি যে এই ফরম্যাটে এত ম্যাচ খেলবো কিংবা এত দিন খেলবো; বিষয়টা আসলে এমনিতেই হয়ে গেছে, তাছাড়া খেলাটা আমি উপভোগ করছি এখনও। দেখা যায় কী হয়, কতদূর যেতে পারি।’

    পোলার্ডের ৬০০ ম্যাচের কাছাকাছি আছেন তারই একসময়কার জাতীয় দল সতীর্থ ডোয়াইন ব্রাভো। এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে খেলেছেন ৫৪৩ ম্যাচ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০