• আজ রবিবার
    • ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৫শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি

    টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ৪১ বছর বয়সী ক্রিকেটার

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২১ | ৪:৪৫ অপরাহ্ণ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ডাচদের নেতৃত্বে থাকছেন পিটার সিলার। দলে চমক হিসেবে আছেন ৪১ বছর বয়সী পেস অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট।

    ১৭ সদস্যের এ দলে ঠাঁয় পেয়েছেন অভিজ্ঞ সব খেলোয়াড়। এর মধ্যে দুজন রিজার্ভ। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন কলিন অ্যাকারম্যান।

    এ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ডেসকাট। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন তিনি। তবে ২০০৬ সাল থেকে নেদারল্যান্ডসের হয়ে খেলেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্বের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে তার।

    ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পরিপূর্ণ প্যাকেজ ডেসকাট। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৩৩.৫৮ স্ট্রাইক রেটে সাড়ে ৭ হাজার রান করেছেন তিনি। ঝুলিতে আছে ১১৪ উইকেট।

    নেদারল্যান্ডস বিশ্বকাপ স্কোয়াড

    পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান (সহ-অধিনায়ক), ফিলিপে বয়সেভেইন, ব্যাস ডি লিডে, পল ফন মিকেরেন, বেন কুপার, ম্যাক ও’ডাউড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ফন ডার জুগটেন, রিওলেফ ফন ডার মারয়ে, ব্রান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লগান ফন বিক ও স্টিফেন মাইবার্গ।

    রিজার্ভ খেলোয়াড়: টবিয়াস ভিজে ও শেন স্নাটার।

    তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১