• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    টেস্টে হাল ছাড়ছে না বাংলাদেশ

    টেস্টে হাল ছাড়ছে না বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জুন ২০২২ | ৪:৫৭ অপরাহ্ণ

    অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে যাচ্ছেতাই ব্যাটিং করেছে বাংলাদেশ। ১০৩ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানরা। তবে বোলারদের পারফরম্যান্সে ২৬৫ রানে অলআউট করেছে ওয়েস্ট ইন্ডিজকে। তারপরও ১৬২ রানের লিড পেয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। উইন্ডিজের চেয়ে ১১২ রানে পিছিয়ে সফরকারীরা। ম্যাচের বাকি এখনও তিন দিন। এই অবস্থায় পেসার খালেদ আহমেদ জানালেন, পাঁচ দিন খেলতে চান তারা।

    প্রথম ইনিংসে ব্যাটিং খারাপ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা ভালো করবেন বলেই বিশ্বাস খালেদের, ‘আমরা আসলে উইন্ডিজকে আরও কম রানে অলআউট করতে চেয়েছিলাম। হয়তো ১০-২০ রান বেশি হয়ে গেছে। তবে আমরা চেষ্টা করেছি। উইকেট খুবই ভালো। বোলারদের জন্য খুব বেশি সহায়ক না। তবে আমাদের ব্যাটসম্যানরা ইনশাআল্লাহ ভালো খেলবে।’

    অ্যান্টিগা টেস্ট বাঁচানো যেখানে কঠিন, সেখানে খালেদ স্বপ্ন দেখছেন ম্যাচ জেতার, ‘আমরা জেতার জন্যই খেলবো। তবে চেষ্টা করবো পাঁচ দিন খেলার। ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে রান দিলে সেটা সম্ভব।’

    দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল ২২ ও মেহেদী হাসান মিরাজ ২ রান করে আউট হয়েছেন। বাকি সময়টুকু সহজেই পার করেছেন মাহমুদুল হাসান জয় (১৮) ও নাজমুল হোসেন শান্ত (৮)। আজ (শনিবার) তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন তারা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০