• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো নোবিপ্রবি’র ছাত্রের

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২১ | ৪:৪১ অপরাহ্ণ

    নোয়াখালী সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্টে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র অজয় মজুমদার (২৩) নিহত হয়েছেন।

    আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় এই দুর্ঘটনা ঘটে। অজয় নোবিপ্রবির ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, ক্লাস শেষে অটোরিকশায় জেলা শহর মাইজদীর ছাত্রাবাসে যাচ্ছিলেন অজয়। এ সময় পিছন থেকে অটোরিকশায় ধাক্কা দেয় ট্রাক। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

    তিনি বলেন, করোনার প্রকোপ কাটিয়ে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুলেছে। মাইজদী থেকে সোনাপুর পর্যন্ত চার লেনের সড়কের কাজ চলছে। সোনাপুর থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। তাই সড়কটি সংস্কার করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

    উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, মেধাবী এ শিক্ষার্থীর প্রয়াণ বেদনার। তার পরিবারের সদস্যদের জন্য শোক সহ্য করা কঠিন।

    সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী সুলতান আহসান বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে। চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০