• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ট্রাক্টর উল্টে পুকুরে, চাপা পড়ে চালক নিহত

    ট্রাক্টর উল্টে পুকুরে, চাপা পড়ে চালক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুলাই ২০২২ | ১১:৫৭ পূর্বাহ্ণ

    জয়পুরহাটে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ার পর নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) রাত ১টার দিকে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের পূর্ব পুরানাপৈল আনারুল মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহত ট্রাক্টর চালকের নাম হানিফ আলী (৪৫)। তিনি ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

    ওই এলাকার ইউপি সদস্য তারাকুল ইসলাম বলেন, ‘হানিফ আলী ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন। গত রাত ১টার দিকে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার সময় রাস্তাটি পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়। সে সময় নিচে হানিফ আটকা পড়েন।

    তিনি আরও জানান, ঘটনাটি রাতে হওয়ায় কেউ জানতে পারেনি। ভোর রাতে ওই রাস্তা দিয়ে লোকজন চলাচলের সময় গাড়িটি দেখতে পায়। পরে তার পরিবারকে জানানো হয়। ট্রাক্টরের নিচে খোঁজাখুঁজি করে হানিফের মরদেহ পাওয়া যায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০