- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২১ | ১:২৬ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের পদত্যাগের সংবাদে ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে। শুরু হয়েছে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও তার প্রতিকৃতিতে অগ্নিসংযোগের ঘটনা।
সোমবার রাত থেকেই শুরু হয়েছে আনন্দ মিছিল। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে তারাকান্দি সারকারখানা এলাকায়, পৌর এলাকায় পৌর আওয়ামী লীগসহ সভাপতি মন্জুরুল ইসলাম বিদ্যুৎয়ের নেতৃত্বে ও ছাত্রলীগের সভাপতি শিবলুর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল চলছে। সেই সাথে উৎসব মুখর পরিবেশে চলছে মিষ্টি বিতরণ। এ দিকে আওয়ামী লীগের অফিসের সামনে প্রতিমন্ত্রীর প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগের একটি অংশ।
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের জনগণ তার হাত থেকে মুক্তি পেল এমনি মন্তব্য করলেন আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা-কর্মী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে খুঁজে না পাওয়ায় তাদের বক্তব্য দেয়া গেল না।