• আজ সোমবার
    • ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই সফর ১৪৪৭ হিজরি

    ডিএমপি কমিশনারের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপি নেতারা

    ডিএমপি কমিশনারের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপি নেতারা

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জানুয়ারি ২০২৩ | ৪:২০ অপরাহ্ণ

    গণঅবস্থান কর্মসূচি সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় তারা রাজধানীর মিন্টো রোডে কমিশনারের কার্যালয়ে যাবেন।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যা ৬টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে একটি প্রতিনিধি দল। এতে থাকবেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

    জানা গেছে, আগামীকাল বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির বিষয়টি জানাতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে নেতারা তার কার্যালয়ে যাবেন।

    এদিকে আগামীকাল ১১ জানুয়ারি বুধবার দেশব্যাপী বিএনপির গণঅবস্থান কর্মসূচির দিনে রাজধানীতে পৃথক সমাবেশের ঘোষণা দিয়ে রেখেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজনীতিতে আগামীকাল কিছুটা উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১