- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ অক্টোবর ২০২১ | ৬:৩২ পূর্বাহ্ণ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুফতি কাজী ইব্রাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এ আদেশ দেন।
এদিন দুই দিনের রিমান্ড শেষে মুফতি কাজী ইব্রাহিমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান।
আর মুফতির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন হাকিম।
এর আগে গত বুধবার মুফতি কাজী ইব্রাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমান। ওই দিনই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
গত সোমবার রাতে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে মুফতিকে আটক করে ডিবির একটি দল।