• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় লঞ্চে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২১ | ৩:২৬ অপরাহ্ণ

    লঞ্চে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা।

    নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নৌপথে প্রতি কিলোমিটার যাওয়ার ভাড়া বেড়েছে ৬০ পয়সা। প্রথম ১০০ কিলোমিটার গন্তব্যের ক্ষেত্রে নতুন ভাড়া অনুযায়ী যাত্রীদের দিতে হবে ২ টাকা ৩০ পয়সা। এর চেয়ে বেশি দূরত্বে গেলে প্রতি কিলোমিটারে লাগবে ২ টাকা। আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হবে।

    প্রজ্ঞাপনে আরও উল্লেখ রয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনঃনির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

    ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল (৭ নভেম্বর) বিআইডব্লিউটিএ’র সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা এবং বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির নেতারা বৈঠকে বসেছিলেন। ভাড়া বাড়ানোর আশ্বাসে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করেন তারা। গত ৬ নভেম্বর দুপুরের পর থেকে তাদের লঞ্চ চলাচল বন্ধ ছিল।

    আগে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ছিল ১ টাকা ৭০ পয়সা। তার ঊর্ধ্বে প্রতি কিলোমিটার গন্তব্যে যেতে লাগতো ১ টাকা ৪০ পয়সা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০