• আজ শুক্রবার
    • ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩৭ জন

    ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩৭ জন

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জুলাই ২০২৫ | ৭:৫০ অপরাহ্ণ

    এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। একই সময়ে নতুন করে ৩৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন। এই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যার সংখ্যা ১০১ জন।

    এছাড়া, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন, ঢাকা বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৪ জন ডেঙ্গুতে মারা গেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি (২২ জন) মৃত্যু হয়েছে। পাশাপাশি, বরিশাল বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ৫ জন করে মোট ১০ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১