- আজ মঙ্গলবার
- ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ ডিসেম্বর ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।
গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭০ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৪ হাজার ৮৮৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত পাঁচজনের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। এদের মধ্যে আবার তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৬২৭ ডেঙ্গু রোগী।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯২ হাজার একজন ছাড়পত্র পেয়েছেন।