• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    ড্রয়ের দিকে যাচ্ছে ক্যান্ডি টেস্ট

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ এপ্রিল ২০২১ | ১০:৪৫ অপরাহ্ণ

    অতি নাটকীয় কিছু না হলে ড্রয়ের দিকে যাচ্ছে ক্যান্ডি টেস্ট। প্রথম ইনিংসে এখনো বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে কোনো উইকেট হারায়নি লঙ্কানরা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। সেঞ্চুরি পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভাও। তাদের জুটি অবিচ্ছিন্ন ৩২২ রানে।

    পাল্লেকেলেতে ক্যামেরার চোখ ঘুরেফিরে নান্দনিকতার খোঁজে। ধৈর্য্য ধরে যারা খেলা দেখছেন তাদের যাতে কিছুটা বিরক্তি কাটে। ২২ গজে একইরকম অ্যাকশন আর কত ভালো লাগে।

    ঘরের মাঠে অবশ্য একটু বেশি স্বাচ্ছন্দ্য লঙ্কানদের। দিমুথ করুনারত্ন-ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন। আর বোলারদের গাধার খাটুনির পরও উইকেটের দেখা নেই। টাইগার অধিনায়কের সঙ্গে পাল্লা দিয়ে স্বাগতিক অধিনায়কও তুলে নিলেন ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি।

    বাংলাদেশের বিপক্ষে এমন ২৮টি ডাবল সেঞ্চুরি ইনিংস হয়েছে। যার মধ্যে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাই করেছেন সবচেয়ে বেশি সপ্তম। করুণারত্নে সেই তালিকার পঞ্চম লঙ্কান ব্যাটসম্যান।

    শেষ বিকেলে আবারও ক্যান্ডিতে যতদূর চোখ যায় মেঘের রাজত্ব। পাল্লেকেলের সবুজ ক্যানভাসটাই শুধু আলো ছড়িয়েছে। অধিনায়কের চেয়ে কম জান না ধনঞ্জয়া ডি সিলভা। দেড়শ করে তিনিও ডাবলের অপেক্ষায়।

    পাল্লেকেলেতে আর বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের সবচেয়ে বড় জুটি। টেস্টে শ্রীলঙ্কার সপ্তম সর্বোচ্চ জুটি। করুনারত্নে ২৩৪, ধনঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত থেকে পঞ্চম দিন কোথায় থামবেন? আদৌ থামবেন তো?

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০