ঘরের মাঠে অবশ্য একটু বেশি স্বাচ্ছন্দ্য লঙ্কানদের। দিমুথ করুনারত্ন-ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন। আর বোলারদের গাধার খাটুনির পরও উইকেটের দেখা নেই। টাইগার অধিনায়কের সঙ্গে পাল্লা দিয়ে স্বাগতিক অধিনায়কও তুলে নিলেন ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি।
বাংলাদেশের বিপক্ষে এমন ২৮টি ডাবল সেঞ্চুরি ইনিংস হয়েছে। যার মধ্যে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাই করেছেন সবচেয়ে বেশি সপ্তম। করুণারত্নে সেই তালিকার পঞ্চম লঙ্কান ব্যাটসম্যান।
শেষ বিকেলে আবারও ক্যান্ডিতে যতদূর চোখ যায় মেঘের রাজত্ব। পাল্লেকেলের সবুজ ক্যানভাসটাই শুধু আলো ছড়িয়েছে। অধিনায়কের চেয়ে কম জান না ধনঞ্জয়া ডি সিলভা। দেড়শ করে তিনিও ডাবলের অপেক্ষায়।
পাল্লেকেলেতে আর বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের সবচেয়ে বড় জুটি। টেস্টে শ্রীলঙ্কার সপ্তম সর্বোচ্চ জুটি। করুনারত্নে ২৩৪, ধনঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত থেকে পঞ্চম দিন কোথায় থামবেন? আদৌ থামবেন তো?