- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ অক্টোবর ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ
বিশ্বের অন্য সব দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট যেখানে এগিয়েছে, গত দশ বছরে সেখানে কেবলই পিছিয়েছে বিপিএল। এবার পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী বিসিবি। যদিও শুরুটা ভালো হলো না। প্লেয়ার্স ড্রাফটের আগে ইংলিশ তারক ক্রিকেটার অ্যালেক্স হেলসের চুক্তি নিয়ে তৈরি হয়েছে নাটকীয়তা।
রবিবার (১৩ অক্টোবর) বিয়ের কারণে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি স্থগিত করেন হেলস। বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। তবে, নাটকীয়ভাবে সেই হেলস রাতেই যোগ দেন আরেক ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সে। রংপুরও তার ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে। হুট করেই নাম প্রত্যাহরের পর এমন নাটকীয়তা বেশ অবাক করেছে সবাইকে।
ঢাকা ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে রবিবার লিখেছিল ‘ঢাকা ক্যাপিটালস বিদেশী কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়৷ তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’
এর আগেও রংপুরের হয়ে বিপিএল মাতিয়েছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হেলস। ২০১৯ সালে রংপুর রাইডার্সের শিরোপা জয়ের পেছনে বড় ধরনের ভূমিকা ছিল তার। সেবার কিছু ম্যাচে তার সঙ্গে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সরাও ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |