- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ আগস্ট ২০২১ | ১০:৩৯ পূর্বাহ্ণ
আজ রোববার (১ আগস্ট) থেকে খুলেছে শিল্পকারখানা। কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ শ্রমিক। তাদের কর্মস্থলে ফেরার সুবিধায় চালু হয়েছে, গণপরিবহন। চলাচল করবে বেলা ১২টা পর্যন্ত।
সারা দেশে কঠোর বিধিনিষেধ চললেও, সড়কে বেড়েছে গাড়ির চাপ। ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে, রাজবাড়ীর দৌলতদিয়া, মাদারীপুরের বাংলাবাজার ও ভোলার ইলিশা ঘাটে।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার কারণে চাঁদপুর লঞ্চঘাটে কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভিড়। তবে সরকার অনুমতি দিলেও প্রস্তুতি না থাকায়, বরিশাল থেকে ছাড়েনি, রাজধানীমুখী কোনো লঞ্চ।