• আজ বুধবার
    • ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই জিলকদ ১৪৪৬ হিজরি

    ঢাকার পরই খুলনায় ডেঙ্গুর প্রকোপ বেশি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ আগস্ট ২০২১ | ১১:১৭ পূর্বাহ্ণ

    ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। যাদের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে। এছাড়া, পুরুষের তুলনায় নারী রোগীর সংখ্যা বেশি। ঢাকায় এখন সবচেয়ে ঝুঁকিতে আছেন, বড় মগবাজার, ইস্কাটন রোড, বাসাবো ও গোড়ান এলাকার মানুষ। পৌনে তিন হাজারের বেশি রোগীর তথ্য বিশ্লেষণে এ সব কথা জানায়, স্বাস্থ্য অধিদপ্তর। তারা জানায়, ঢাকার পরই খুলনায় ডেঙ্গুর প্রকোপ বেশি।

    করোনা মহামারির মধ্যেই দেশবাসীকে উদ্বিগ্ন সময় পার করতে হচ্ছে ডেঙ্গু নিয়ে। কারণ গত বছরের তুলনায় বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বেড়েছে হাসপাতালে ভর্তির হার।

    সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ৩ হাজার ঘরে ১০ দিন জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর। ফলাফল বলছে, ঢাকা উত্তর সিটির ৩৫ এবং দক্ষিণ সিটির ২ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকিতে।

    ঢাকা শহর এবং এর বাইরে ৪১টি হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮৭ জন ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণ করেছে অধিদপ্তর। যাতে দেখা যায়, বেশি আক্রান্ত হয়েছেন নারীরা ৬১.৬০ শতাংশ। আর পুরুষ আক্রান্তের হার ৩৮.৪০%। সবচেয়ে বেশি ৬৫৪ জন আক্রান্ত হয়েছে, ১ থেকে ১০ বছর বয়সীরা। এরপরই আছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা। আক্রান্ত হয়েছেন ৬৩৮ জন।

    তথ্য বিশ্লেষণ অনুযায়ি, ঢাকা দক্ষিণ সিটির ১৪টি এবং উত্তর সিটির ১২টি এলাকা ডেঙ্গু প্রবণ। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের হার যাত্রাবাড়ীতে, ৮.২০%।

    ঢাকার বাইরে ৪৪৬টি নমুনার বিশ্লেষণ বলছে, রাজধানীর পর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন খুলনা আর চট্টগ্রামের বাসিন্দারা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১