• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ঢাকার বিপক্ষে চট্টগ্রামের শ্বাসরুদ্ধকর জয়

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ

    বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে তাক লাগিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। সেদিনই বলেছিলেন, একদিন চমক দেখিয়েই হারিয়ে যেতে চান না তিনি। সেটি যে নিছক বলার জন্যই বলা ছিল না, তা আরও একবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে প্রমাণ করলেন এ তরুণ বাঁহাতি পেসার।

    মৃত্যুঞ্জয়ের জাদুকরী শেষ ওভারে আসরে টিকে থাকার লড়াইয়ে ঢাকার বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে চট্টগ্রাম। ম্যাচটি জিততে শেষ ওভারে ঢাকাকে করতে হতো ৯ রান। দুর্দান্ত বোলিংয়ে একটি নো বলের পরও মাত্র ৫ রান খরচ করেছেন মৃত্যুঞ্জয়। তার এই বোলিংয়ের সুবাদে ম্যাচ জিতে নিয়েছে চট্টগ্রাম।

    ঢাকাকে হারানোর পাশাপাশি পয়েন্ট টেবিলেও চার নম্বরে উঠে এসেছে দলটি। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট তাদের। নিজেদের শেষ ম্যাচে জয় পেলে প্লে-অফ খেলার বেশ ভালো সম্ভাবনাই থাকবে চট্টগ্রামের। অন্যদিকে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে ঢাকা। শেষ দুই ম্যাচেই জিততে হবে তাদের।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০