- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ মার্চ ২০২২ | ৩:৫৭ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এসব সমাবেশে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বেড়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা। একই সঙ্গে টিসিবির মাধ্যমে গ্রাম-শহরে সর্বত্র স্বল্পমূল্যে পণ্য সরবরাহের দাবি জানিয়েছেন নেতারা। তারা দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক এই উর্ধ্বগতির জন্য সরকারি সিন্ডিকেটকে দায়ী করেছেন। ভোলা জেলায় সমাবেশ হলেও পুলিশি বাধায় বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়।
ভোলা : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামলে পুলিশের বাঁধার মুখে তা পণ্ড হয়ে যায়।
গতকাল বুধবার দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সম্পাদক বশির হাওলদার, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দীন জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু প্রমুখ।
বরিশাল : গতকাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহসভাপতি ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল। বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, আতাউর রহমান আউয়াল, মতিউর রহমান মিঠু, খান মো. আনোয়ার ও জাবের আবদুল্লাহ সাদি প্রমুখ। এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ার্ড এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের খণ্ড খণ্ড মিছিল সদর রোডের এই সমাবেশে যোগ দেয়।
কুমিল্লা : কুমিল্লার মিছিলটি নগরীর মনোহরপুর, কান্দিরপাড় ও বাদুরতলাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে ধর্মসাগরপাড় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা আবু তাহের পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন, একে শাহেদ পান্না ও তোফায়েল আহমেদ প্রমুখ অংশ নেন।
নরসিংদী : নরসিংদীর সমাবেশে টিসিবির মাধ্যমে গ্রাম-শহরে স্বল্পমূল্যের সর্বত্র পণ্য সরবরাহের দাবি জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। বিকাল ৪টায় চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন (ভিপি নাসির) সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদীর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা এতে অংশ নেন।
নোয়াখালী : জেলা শহর মাইজদীর পৌর বাজারে নোয়াখালী জেলা শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ বিক্ষোেভ মিছিল ও সমাবেশ হয়। মাইজদী পৌরবাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ মোড় পর্যন্ত গিয়ে তা শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি প্রমুখ।
জয়পুরহাট : দুপুরে শহরের স্টেশন রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বিপু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।
টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দুপুরে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর আগে সমাবেশস্থলে আশপাশ এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার জুলফিকার জনি। সাধারণ সম্পাদক আব্দুর রৌফের পরিচালনায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, অমল ব্যানার্জী, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খান প্রমুখ বক্তব্য দেন।