- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ অক্টোবর ২০২১ | ৭:০০ অপরাহ্ণ
ঋতুর হিসেবে শরতে গরম থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও বেশ কদিন ধরেই অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। ঢাকায় গরমের তীব্রতা এই মুহূর্তে জেদ্দার চাইতেও বেশি।
রোববার (১৭ অক্টোবর) ঢাকায় তাপমাত্রা অনুভূত হচ্ছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস সেখানে সৌদির জেদ্দায় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্রে লঘুচাপের কারণে এবং উত্তর গোলার্ধে গরম অবস্থার কারণে দেশে বর্তমানে গরমের তীব্রতা বেশি। তবে দুদিন পর এই অসহনীয় গরম থেকে স্বস্তি মিলতে পারে ।
বৃষ্টির কারণে ঢাকা ও আশাপাশের কিছু এলাকায় শনিবার রাতের তাপমাত্রা কিছুটা কম ছিল। তবে রোববার সকাল থেকে আবারও বাড়তে শুরু করে গরম।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।