- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ এপ্রিল ২০২২ | ৪:৩০ অপরাহ্ণ
ঢাকায় সিনেমার টিকেটের জন্য দীর্ঘলাইন দেখা যেত এক সময়, টিকেটও ব্ল্যাকে পাওয়া যেত। সিনেমা হল ব্ল্যাক টিকেট যেন একসূত্রে গাঁথা বিষয় ছিল। কিন্তু সেদিন আর এখন নেই। সিনেমা হল দেশে কম কমতে এখন পঞ্চাশের কোঠায় নেমে এসেছে।
কিন্তু হল যেমন কমছে অন্যদিকে তরুণ প্রজন্মের সিনেমা দেখার ঝোঁক যেন বেড়েই চলেছে।
আর তাই তো আজ বৃহস্পতিবার আসন্ন মারভেল স্টুডিওর নতুন সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’ দর্শকদের দেখা গেল উন্মাদনা। ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্সগুলোর সামনে দীর্ঘ লাইন দেখা গেছে সকাল থেকেই। জানা গেছে, আগামী ৬ তারিখে মারভেলের নতুন এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বিশ্বব্যাপী। সারাবিশ্বের মতো বাংলাদেশের তরুণরাও ছবিটি দেখার জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে।
জানা গেছে,রাজধানীর স্টার সিনেপ্লেক্সের ৬ মে’র টিকেট ইতোমধ্যে শেষ হয়েছে।
রাজধানীর স্টার সিনপ্লেক্সের দুটি শাখায় সরেজমিনে গিয়ে দেখা যায়, টিকেট কেনার জন্য তরুণেরা হুমড়ি খেয়ে পড়ছে। বসুন্ধরা সিটিতে দীর্ঘ লাইন। এছাড়াও মিরপুরের সনি স্কয়ারে গিয়ে দেখা যায়, রাস্তা থেকে টিকেট কেনার জন্য লাইন শুরু হয়েছে। দীর্ঘ সময় পর টিকেট পেয়ে যেন দর্শকেরা সোনার হরিণ হাতে পেয়ে যাচ্ছেন।
তরুণদের সঙ্গে কথা বলা যায়, স্পাইডার ম্যান : নো ওয়ে হোম এর চেয়েও নাকি তাদের নিকট বেশি আকাঙ্ক্ষিত ডক্টর স্ট্রেঞ্জ। মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে টিকেটের জন্য লাইনে দাঁড়ানো রাসেল নামের এক তরুণ জানান অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন মারভেলের এই সিনেমাটির জন্য। আজ অগ্রিম টিকেট দেওয়া হবে শুনেই চলে এসেছেন।
স্টার সিনেপ্লেক্সের একটি সূত্র জানায়, আগামী ৬ মে ‘ডক্টর স্ট্রেঞ্জ। ’ মুক্তির দিনের কোনো টিকেট এখন অবিক্রিত নেই। শুধু বসুন্ধরা নয়, সীমান্ত সম্ভার, মহাখালী এসকেস টাওয়ার, সনি স্কয়ার সবখানের অগ্রিম ৬ মে’র টিকেট শেষ হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ অগ্রিম ১২ মে পর্যন্ত টিকেট বিক্রি করছে।
ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স দ্বারা বণ্টনকৃত এই চলচ্চিত্রটি ডক্টর স্ট্রেঞ্জ (২০১৬) এর সিক্যুয়েল এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ২৮তম চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন স্যাম রাইমি এবং চিত্রনাট্য লিখেছেন জেড বার্টলেট এবং মাইকেল ওয়ালড্রন। এতে অভিনয় করছেন এলিজাবেথ ওলসেন, রাচেল ম্যাকঅ্যাডামস, চিওয়েটেল ইজিওফোর এবং জোচিটল গোমেজের। মূল স্টিফেন স্ট্রেঞ্জ চরিত্রে আছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। ছবিতে, স্ট্রেঞ্জ বন্ধু থেকে শত্রু হয়ে ওঠা চরিত্রের সাথে মোকাবেলা করে।
ডক্টর স্ট্রেঞ্জ-এর পরিচালক এবং সহ-লেখক স্কট ডেরিকসন অক্টোবর ২০১৬ এর মধ্যে একটি সিক্যুয়েলের পরিকল্পনা করেছিলেন। তিনি ডিসেম্বর ২০১৮ সালে পরিচালক হিসাবে ফিরে আসেন এবং আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন; একইসাথে কাম্বারব্যাচও ফিরে আসেন। চলচ্চিত্রটির শিরোনাম জুলাই ২০১৯ সালে ঘোষণা করা হয়, ঠিক সেসময়ে ওলসেনের জড়িত থাকার সাথে বিষয়টিও জানানো হয়। বার্টলেটকে সেই অক্টোবরে চলচ্চিত্রটি লেখার জন্য নিয়োগ করা হয়। সৃজনশীল কিছু ব্যাপারে পার্থক্যের কথা উল্লেখ করে ডেরিকসন ২০২০ সালের জানুয়ারিতে পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। পরের মাসে ওয়াল্ড্রন এই প্রকল্পে যোগ দেন এবং রাইমি এপ্রিল ২০২০ সালের মধ্যে পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
২০২০ সালের নভেম্বর মাসে লন্ডনে চিত্রগ্রহণ শুরু হয় কিন্তু ২০২১ সালের জানুয়ারিতে কভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে তা স্থগিত রাখা হয়। মার্চ ২০২১ সালের মধ্যে এর কাজ পুনরায় শুরু হয় এবং এপ্রিলের মাঝামাঝি সমারসেটে দৃশ্যায়ন হয়। সারেতেও এর কিছু অংশের দৃশ্যায়ন হয়েছিল।