- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে উল্টে গেছে লরি। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি পণ্যবাহী লরি। লরির নিচে চাপা পড়েছে দুটি সিএনজি চালিত অটোরিকশা। রেললাইনের ওপর থেকে লরিটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পোনে ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লাইনটি সেটি ডাউন লাইনে ব্যবহার করে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও দুই অটোরিকশার ব্যাপক ক্ষতি হয়েছে।