- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুলাই ২০২২ | ৪:৪৪ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আর যানজট নেই। স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।
সরেজমিনে জানা গেছে, একসাথে কারখানা ছুটি হওয়ায় গত দুইদিন থেমে থেমে মহাসড়কে যানজট থাকলেও শনিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা যানজট নেই। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছেন। আইন-শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করায় মানুষের ভোগান্তিটা অনেকটা কমেছে বলে জানিয়েছে যাত্রীরা।
বগুড়াগামী আরিফুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে রওনা দিয়েছি মাত্র দের ঘণ্টায় চন্দ্রা এসে পৌঁছেছি রাস্তায় কোন যানজট নেই।
সালনা থানার ওসি ফিরোজ হোসেন জানান, গত দুই দিনের যে যানবাহনের জটলা ছিল আজ আর সেই জটলা নেই। মহাসড়ক ফাঁকা হাইওয়ে পুলিশ সর্বত্র চেষ্টার কারণে এই সফলতা এসেছে। মানুষ যাতে আনন্দে ঈদ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা।