• আজ বৃহস্পতিবার
    • ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

    ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২২ | ৪:১৩ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর ট্রাক থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেলস্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।

    এতে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ রেলস্টেশন ও ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউটার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

    প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার তৈরি বড় অ্যাঙ্গেল নিয়ে একটি ট্রাক শ্রীপুর-গোসিঙ্গা সড়ক ধরে শ্রীপুর রেলস্টেশন এলাকা পার হচ্ছিল। শ্রীপুর-গোসিঙ্গা সড়কের রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ওই ট্রাক থেকে লোহার আটটি অ্যাঙ্গেল পড়ে যায়। ট্রাক চালক লোহার অ্যাঙ্গেলগুলো রেখেই ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে পুরোপুরি রেল চলাচল বন্ধ হয়ে যায়। শ্রীপুর-গোসিঙ্গা সড়কে বড় যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

    শ্রীপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, রেললাইনের ওপর ট্রাক থেকে লোহার অ্যাঙ্গেল পড়ায় জয়দেবপুর-ময়মনসিংহ রুটে পুরোপুরি রেল চলাচল বন্ধ হয়ে রয়েছে। এতে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ রেলস্টেশন ও ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউটার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    তিনি আরও বলেন, স্থানীয়ভাবে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশপাশ থেকে ভারী বস্তু তোলার কোনো যন্ত্র এনে দ্রুত লোহার অ্যাঙ্গেলগুলো রেল লাইনের ওপর থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১