• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ঢাবিতে ছাত্রদলের মিছিলে হামলা, আহত ১০

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ আগস্ট ২০২১ | ১১:২৪ পূর্বাহ্ণ

    হেলমেট পরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা করা হয়েছে। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে।

    এতে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।

    হামলার বিষয়ে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে  সকাল ১০টায় টায় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করি।

    ‘মিছিলটি শেখ রাসেল টাওয়ার অতিক্রম করে বিএনসিসি ভবনের সামনে আসলে মোটরসাইকেলে আসা একদল লোক হেলমেট পরা অবস্থায় আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ঢাবি সদস্য সচিবসহ ১০ জন আহত হয়েছে। এ সময় তারা আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়।’

    কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, হেলমেট পব থাকায় কাউকে চিহ্নিত কারতে পারিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০