- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২১ | ১১:৫৩ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের আবাসিক শিক্ষার্থীরা আজ থেকে নিজ নিজ হলে থাকতে পারবেন।
রোববার (১০ অক্টোবর) নিয়মানুযায়ী করোনা পরবর্তীতে বৈধভাবে সব আবাসিক শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবেন।
এরআগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠেন।
বিশ্ববিদ্যালয়ে থেকে জানানো হয়েছে, স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্ড বা সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে ১০ অক্টোবর থেকে আবাসিক হলে উঠতে পারবেন।