- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জানুয়ারি ২০২২ | ৫:২২ অপরাহ্ণ
দেশের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে আধুনিক একটি হাসপাতালে রূপান্তরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, (নতুন পরিকল্পনা বাস্তবায়নে) সেখানে একসঙ্গে চিকিৎসা নিতে পারবেন প্রায় ৫ হাজার রোগী। একই সঙ্গে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থাও থাকবে সেখানে।
রবিবার (৯ জানুয়ারি) দেশের বিভাগীয় ৮টি শহরে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দেশের বিভাগীয় শহরের একযোগে এ অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
তিনি বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ অত্যান্ত পুরনো। বিশেষ করে কলেজ বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, যে কোনও সময় ধসে পড়ে যেতে পারে— এমন একটা অবস্থা দাঁড়িয়েছে। আমরা সেখানে সম্পূর্ণ আধুনিক একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি।’
পরিকল্পিত এই আধুনিক সুবিধাসম্পন্ন ভবনের নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যেহেতু চিকিৎসা সেবা বন্ধ করে এটা করা যাবে না, সেকারণে একেকটা উইং আলাদাভাবে ধাপে ধাপে তা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেন একই সঙ্গে চিকিৎসাও চলে আবার উন্নয়নের কাজও চলমান থাকে।’
এসময় স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নকাজের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজে বার্ন ইউনিটের জন্য মাত্র ১০টি শয্যা ছিল। আগুনে পুড়ে কেউ চিকিৎসা নিতে আসলে প্রকৃতপক্ষে সেই সেবাটা সেখানে ছিলই না। আমরা সেখানে ৫০ শয্যা বিশিষ্ট একটা বার্ন ইউনিট চালু করি। সেখানে প্লাস্টিক সার্জারির জন্য একটি অপারেশন থিয়েটারও করে দেওয়া হয়। দুর্ভাগ্য যে এটার কাজ শেষ হতে হতে আমাদের ক্ষমতার মেয়াদকাল শেষ হয়ে যায়। বিএনপি ক্ষমতায় আসার পর সেটা আর চালু করেনি। পরবর্তীতে ক্ষমতায় আসার পর আমরা লোকবল দিয়ে সেটা পুনরায় চালু করেছি এবং শয্যা সংখ্যা বাড়ানো হয়। পরবর্তী সময়ে একটা বার্ন ইনস্টিটিউটই করে দেওয়া হয়। সেখানে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।’
এসময় প্রধানমন্ত্রী জানান, এক বছরের নিচে এবং ৬৫ বছরের উপরে বয়সীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথাও ভাবছে সরকার।