• আজ সোমবার
    • ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চীন জাপান ফিলিপাইনও

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২২ | ৬:৫০ অপরাহ্ণ

    তাইওয়ানে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। বাংলাদেশ সময় আজ সোমবার (৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে আঘাত হানে এ ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। খবর এএফপির।

    মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি থেকে ৬৬ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ২৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

    শক্তিশালী এ ভূকম্পনের প্রভাব তাইয়ানের রাজধানী তাইপেই ছাড়াও চীনের মূল ভূখণ্ড এবং প্রতিবেশী জাপান ও ফিলিপাইনেও অনুভূত হয়েছে।

    তাইওয়ানের আবহাওয়া ব্যুরো বলেছে, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    তাইপেই থেকে এএফপির সংবাদদাতা জানিয়েছেন, ভূমিকম্পের সময় সেখানকার ভবনগুলো ভয়ংকরভাবে দুলছিল। তিনি বলেন, কম্পন অন্তত ২০ সেকেন্ড স্থায়ী ছিল এবং মাটি ডানে-বামে নড়ছিল।

    দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ঘটে। গত অক্টোবরে উত্তরপূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে আঘাত হেনেছিল ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। সৌভাগ্যবশত এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১