• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    তাজিকিস্তানে ভূমিধস ও পাথর পড়ে নিহত ১৩

    তাজিকিস্তানে ভূমিধস ও পাথর পড়ে নিহত ১৩

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২৩ | ৮:৩০ অপরাহ্ণ

    প্রতিবছরই ভারী বর্ষণ ও ভূমি ধসে বিভিন্ন দেশে বহু মানুষের প্রাণহানি ঘটে। এবার মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ভারী বর্ষণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

    ভারী বৃষ্টিপাতের মধ্যে ভূমিধস ও পাথর পতিত হওয়াসহ বৃষ্টি সম্পর্কিত নানা ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া দেশটিতে আরও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

    এএফপির সূত্র মতে, সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

    প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তানের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে সোমবার মধ্য এশিয়ার এই দেশটির প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।

    দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, রাজধানী দুশানবের ঠিক দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার এই অঞ্চলে ঝড়-বৃষ্টির কারণে প্রায় এক ডজন জেলায় ‘কাদা ধস, পাথর পতিত হওয়াসহ ভূমিধস’ হয়েছে।

    তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের কার্যালয় সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, ‘ভারী বৃষ্টির কারণে গতকাল প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং ১৩ জন মারা গেছে। যার মধ্যে ১১ জন ভাহদাত এবং দুইজন রুদাকি জেলায় মারা গেছেন।’

    মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশে আরও ভূমিধসের ‘উচ্চ ঝুঁকি রয়ে গেছে’।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০