• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ‘তারুণ্যের সমাবেশের’ নতুন তারিখ ঘোষণা করলো বিএনপি

    ‘তারুণ্যের সমাবেশের’ নতুন তারিখ ঘোষণা করলো বিএনপি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুন ২০২৩ | ৭:০৩ অপরাহ্ণ

    তারিখ পরিবর্তন করা হয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির দিনে যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি। তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ৬ বিভাগ ও বগুড়ায় সমাবেশ করার ঘোষণা দেওয়া হয় ২ জুন। এর দুই দিন পর (৪ জুন) যুবলীগ একই স্থানে একই সময় কর্মসূচির ডাক দিয়েছে।

    যুবদল সভাপতি আরও বলেন, আমরা সংঘাত চাই না, বিধায় নতুন করে কর্মসূচির তারিখ ঘোষণা করা হয়েছে। যুবলীগ তাদের কর্মসূচির তারিখ পরিবর্তন করবে না বলে আশা করছি। করলেও আমরা আর কর্মসূচির তারিখ পরিবর্তন করব না।

    বিএনপির ঘোষণা অনুযায়ী, ১১ জুনের পরিবর্তে ১৪ জুন (বুধবার) চট্টগ্রামে, ১৯ জুন (সোমবার) বগুড়ায়, ২৪ জুন (শনিবার) বরিশালে, ৯ জুলাই (রোববার) সিলেটে, ১৭ জুলাই (সোমবার) খুলনায় ও ২২ জুলাই (শনিবার) ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১