- আজ বৃহস্পতিবার
- ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২১ | ৯:৫৮ পূর্বাহ্ণ
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেছেন। গত রোববার নবগঠিত তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং দেশটির জাতীয় পুনর্মিলন পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন আল থানি। দেশ পুনর্গঠনে আফগান দলসমূহ ও গোষ্ঠীগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটিতে কোনো দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রথম সফর এটি। তালেবানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন আল থানি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আফগান জনগণকে সহায়তার জন্য কাতারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা।
তথ্যসূত্র: আলজাজিরা