• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    তালেবান প্রশাসন ৫ অক্টোবর থেকে নাগরিকদের পাসপোর্ট ইস্যু করা শুরু করেছে

    | ০৬ অক্টোবর ২০২১ | ১০:৫৯ পূর্বাহ্ণ

    আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন নতুন প্রশাসন মঙ্গলবার (৫ অক্টোবর) থেকে দেশটির নাগরিকদের জন্য পাসপোর্ট ইস্যু করা শুরু করেছে।

    মুজাহিদ তার টুইট বার্তায় জানান, সোমবার (৪ অক্টোবর) ইসলামি আমিরাত আফগানিস্তানের মন্ত্রীদের কাউন্সিল এক সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনরায় পাসপোর্ট এবং তাজকিরা বা জাতীয় পরিচয়পত্র প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।

    গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়ার পর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র প্রদান বন্ধ হয়ে যায়।

    তালেবান সরকারের একজন কর্মকর্তা বলেছেন, আগের সরকারের ইস্যু করা ডকুমেন্টের মতোই একটি নথি দেয়া হবে আবেদনকারীদের। পাসপোর্ট অফিসের ভারপ্রাপ্ত প্রধান আলম গুল হাক্কানি বলেছেন, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার পাসপোর্ট ইস্যু করা হবে। এ সময় তিনি বলেন, নারীদের পাসপোর্ট নারী কর্মীরাই প্রক্রিয়াজাত করবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০