- আজ রবিবার
- ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৫শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০২১ | ৪:৩০ অপরাহ্ণ
তিন জাতি কাপে আজ বাংলাদেশের শেষ ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক কিরগিজস্তান। রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা।এদিকে প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে গোল হজমের পেছনে আবারো গোলরক্ষক শহিদুল আলম সোহেলের পুরনো ভুল নতুন করে সামনে এসেছে।
একদিনের বিরতিতে দুই ম্যাচ। বিশ্রামের সুযোগ নেই টিম বাংলাদেশের।
আগের রাতে ম্যাচ খেলে সকালেই দলের গন্তব্য অনুশীলন মাঠ। ক্লান্তি আর পরাজয়ের ধকল নিয়েই কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে জেমি ডে শিষ্যরা।
২-০ গোলের হারে তুষ্ট হওয়ার সুযোগ কোথায়? দীর্ঘদিন পর একাদশে সুযোগ পাওয়া গোলরক্ষক শহিদুল আলম সোহেলের একধিক সেভ ফিলিস্তানের বিপক্ষে বাংলাদেশকে বড় ব্যবধানে হারতে দেয়নি।
কিন্তু তার দৃষ্টিকটু ভুলেই হয়েছে প্রথম গোল। ভুলটা সেই ফ্লাইট আর পজেশনে। দুই ফরোয়ার্ডের সাথে দুই ডিফেন্ডার থাকলেও, কেন সোহেল এগিয়ে গেলেন? শিষ্যের ভুল স্বীকার করছেন গোলরক্ষক কোচ লেস ক্লিভলিও।
ফিলিস্তিনকে প্রথম ম্যাচে হারিয়েছে স্বাগতিক কিরগিজস্তান। যাদের বিপক্ষে শেষ ম্যাচটা আরও কঠিন বাংলাদেশের।