- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২১ | ১২:১৬ অপরাহ্ণ
নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে ঢাকার রায়ের বাজার বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, নিপুণ রায়সহ দুজনকে তিন দিনের রিমান্ড দিয়েছে।
আদালত সোমবার এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকার সিএমএম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) হেমায়েত উদ্দিন খান বলেন, হাজারীবাগ থানার মামলায় বিএনপি নেতা নিপুণ রায় ও আরমান হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে সাত দিন রিমান্ডের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নিপুণ রায়কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন।
অপরদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। আদালত, আসামিপক্ষের এবং রাষ্ট্রপক্ষ শুনানি নিয়ে প্রত্যেক আসামিকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |