- আজ বুধবার
- ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
| ১২ মার্চ ২০২২ | ৪:০৪ অপরাহ্ণ
আলোচনা-সমালোচনায় সাকিব গত কয়েকদিন ধরেই ‘টক অব দ্য টাউন’ ছিলেন। দুবাই যাওয়ার আগে জানিয়েছিলেন, তিনি শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই। বোর্ডও সাকিবে কথা মেনে ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে তাকে বিশ্রাম দিয়েছিল।
তবে দুবাই থেকে ফিরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসলেন সাকিব আল হাসান। তারপর পুরো সুরটাই যেনো পাল্টে গেলো। বিবিসি সাথে সাকিবের দ্বন্দ্ব চলছে এমন গুঞ্জন উড়িয়ে দিলেন পাপন।
আর সাকিবও অনুগত ছাত্রের মতো জানালেন ‘পাপন ভাইর সাথে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’
বিসিবি সভাপতিও জানিয়েছেন, আগামী কাল রবিবারই সাউথ আফ্রিকা যাচ্ছেন সাকিব আল হাসান। সাকিবও জানিয়েছেন, এখন আগের চেয়ে তিনি ভালো বোধ করছেন! সাউথ আফ্রিকার প্রকৃতিতে তার মন আরও ভালো হতে পারে।